গাংনীতে মাদক সেবীর ৩ মাসের কারাদন্ড

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে মোহন (২৩) নামের এক মাদক সেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার সন্ধ্যায় ৮ গ্রাম গাঁজা রাখার অপরাধে তাকে কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর ই আলম সিদ্দিকী। কারাদন্ড প্রাপ্ত মোহন আলী তেঁতুলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর উত্তরপাড়ার মৃত মজনুর ছেলে।
গাংনী থানার এ এস আই রবিউল ইসলাম জানান,মোহন গাঁজা নিয়ে তার বাড়ির কাছে একটি বাঁশ বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে সে তার অপরাধ শিকার করায় তাকে ভ্রাম্যমান আদালত ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যজিষ্ট্রেট নুর ই আলম সিদ্দিকী। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, কারাদন্ড প্রাপ্ত মোহন আলীকে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!