মেহেরপুরে ৪১ বোতল ফেন্সিডিল সহ দুজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরে ৪১ বোতল ফেন্সিডিল সহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এ এস আই আহসান হাবিব ও এ এস আই জসিম উদ্দীন গাংনী উপজেলার খাসমহল ও সদর উপজেলার আমঝুপি কোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত,খাসমহল গ্রামের শফিউল খাঁনের ছেলে লাল্টুর কাছ থেকে ১৪ ও কোলা গ্রামের আসাদুল ইসলামের ছেলে টিপু সুলতানের কাছ থেকে ২৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ দুজন মাদক ব্যবাসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে গাংনী ও মেহেরপুর সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!