কাজিপুর আলোকিত মডেল ইউনিয়ন হবে …চেয়ারম্যান প্রার্থী মুনছুর আলী

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

অতিতের মত ভবিষ্যতেও মানুষের সেবক হিসেবে কাজ করতে চান মেহেরপুর জেলা পরিষদ সদস্য ও আসন্ন কাজিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মুনছুর আলী। কাজিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দলীয় নেতাকর্মী সহ সাধারন মানুষের সাথে মতবিনিময় ও গনসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।
তিনি বলেন,জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভার্ট, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করেছি। এছাড়া অসহায়, দরিদ্র মানুষের সেবায় বিভিন্ন কাজ করেছি।
আসন্ন কাজিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নের পাশাপাশি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে শাসক নয় জনগনের সেবক হয়ে নারী ও শিশু নির্যাতন, পাচার, এসিড সন্ত্রাস, বাল্য বিবাহ এবং মাদক, চোরাচালানের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। সর্বপরি সকলের সহযোগীতায় কাজিপুর ইউনিয়নকে একটি আলোকিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এছাড়া এলাকার উন্নয়নের পাশাপাশি এলাকার গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!