মেহেরপুরে আত্মহত্যার অনুমতি চেয়ে ডিসির কাছে আবেদন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

আত্মহত্যার অনুমতি চেয়ে মেহেরপুরের জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে ৮০ বছরের বৃদ্ধ মুসা করিম ও তার নাতি ছেলে আকাশ হোসেন। মঙ্গলবার দুপুরে বিষের বোতল নিয়ে আত্মহত্যার আবেদন জমা দেন জেলা প্রশাসক ড.মো: মুনসুর আলম খাঁনের কাছে। মুসা করিম মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের ফজের হালসানার ছেলে।
বৃদ্ধ মুসা করিম বলেন,আমার যে জমি জায়গা ছিল সেগুলো সবার নামে সমবন্টন করে দিয়েছি। অবশিষ্ট যে বাড়ির ৪ শতক জমি রয়েছে সেটি আমার বড় ছেলের ২য় স্ত্রীর ছেলে (আমার নাতি) আকাশের নামে লিখে দিয়েছি। বিষয়টি জানতে পেরে আমার বড় ছেলের প্রথম স্ত্রী আসমা খাতুন তার ছেলে রিপন ও ফারুক আমাকেও আমার নাতী আকাশকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সমাজপতি সহ সকলের কাছে দৌড়ঝাপ করার পরও কেউ আমাকে বাড়িতে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারেনি, যে কারণে বাধ্য হয়ে বিষের বোতল হাতে নিয়ে আত্মহত্যার অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছি।
জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান বলেন, যারা বৃদ্ধ মুসা করিমের হাতে বিষের বোতল দিয়েছে তারা ভুল করেছে। বিষের বোতল হাতে নিয়ে মৃত্যু’র আবেদন এটা কোন সমাধান না। বরং আমরা যারা সচেতন মানুষ তাদের উচিত ছিলো আগে বিষের বোতল বৃদ্ধ মুসা করিমের কাছ থেকে সরিয়ে নেয়া। বিষয়টি সমাধানের জন্য মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!