গাংনীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় উপজেলার ধানখোলা ইউনিয়নের দিঘলকান্দি গুচ্ছ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গাংনী থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক মো: রবিউল ইসলাম। গ্রেফতারকৃত রবিউল ইসলাম চুয়াডাঙ্গা জেলার সিএন্ডবি পাড়ার বাসিন্দা। সে বর্তমানে গাংনী উপজেলার দিঘলকান্দি গুচ্ছ গ্রামের শশুর আব্দুস সাত্তারের বাড়িতে বসবাস করে।
গাংনী থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক মো: রবিউল ইসলাম বলেন,জে আর মামলায় আদালত কর্তৃক ১ বছরের দন্ডপ্রাপ্ত পলাতক আসামী রবিউল ইসলাম তার শশুর বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গাংনী থানার ওসি মো: বজলুর রহমান জানান গ্রেফতারকৃত দন্ডপ্রাপ্ত আসামী রবিউল ইসলামকে বুধবার সকালে ওয়ারেন্ট মুলে আদালতে সোপর্দ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!