হারিয়ে যাওয়ার ৫ বছর পর স্বজনদের কাছে গাংনীর নওদাপাড়ার কালু

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

হারিয়ে যাওয়ার ৫ বছর পর মেহেরপুরের গাংনীর নওদাপাড়ার গ্রামের মিজানুর রহমান কালুকে (২৪) ফিরে পেয়েছে তার পরিবার। বুধবার দুপুরে মেহেরপুর কোর্ট এলাকায় ঘুরাঘুরির সময় তাকে চিনতে পেরে নিয়ে গেছে স্বজনরা। মিজানুর রহমান কালু কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া বাজার পাড়া এলাকার মৃত উকিল উদ্দীনের ছেলে।
মিজানুর রহমান কালু’র মেজ ভাই বকুল হোসেন জানান,২০১৬ সালের মার্চ মাসের দিকে মিজানুর রহমান কালু হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পর গাংনী থানায় জিডি করা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় সন্ধান করেও তাকে পাওয়া যায়নী। হঠাৎ বুধবার সকাল ১১ টার সময় তার শশুর আব্দুল কাদের ও মামা শশুর একলাচুর রহমান ছোট ভাই মিজানুর রহমান কালুকে দেখে চিনতে পেরে বাড়িতে নিয়ে আসে।  তিনি আরো জানান, মিজানুর রহমান কালু মানুষের সাথে কম কথা বলে। সে দীর্ঘ ৫ বছর কোথায় ছিলো বলতে পারছেনা। তবে গত কয়েকদিন আগে মেহেরপুরে এসেছে বলে জানিয়েছে সে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!