গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠানে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান রেজা, মোঃ শামসুজ্জোহা সহ শিক্ষক অভিভাবক উপস্থিত ছিলেন। আগামী ১১ ই এপ্রিল বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে বলে জানান প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন।