যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে…গাংনীর কাথুলীতে অতি:পুলিশ সুপার

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মানুষ রাতে শান্তিতে ঘুমাতে পারে। চুরি ডাকাতির ঘটনা না ঘটে এজন্য পুলিশ কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল অপু সারোয়ার। সোমবার বিকালে গাংনীর কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া ৪ নং বিটে উঠান বৈঠকে তিনি একথা বলেন। তিনি বলেন বাল্য বিবাহ রোধ,মাদক জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে জনসাধারনের সহযোগিতা নিয়ে পুলিশ কাজ করছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,যার ভোট সে দেবে যাকে খুশি তাকে দেবে। পুলিশের কাজ এলাকার শান্তিশৃংখলা রক্ষা করা। তিনি আরো বলেন এক প্রার্থীর পক্ষ নিয়ে অপর প্রার্থীর লোজনের সাথে মারামারি করবেন আপনাদের বিরুদ্ধে মামলা হবে। জেলখানায় ঘোরাঘুরি করতে হবে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বজলুর রহমান বলেন,আপনাদের যারে ইচ্ছা তারে ভোট দেন তবে ভোটকে কেন্দ্র করে যদি দাঙ্গা হাঙ্গামা ও মারামারি হয় সে যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গাংনী থানার ওসি তদন্ত মো: শাহ আলম। এসময় এলকার কাথুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!