গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
গাংনীর সাহারবাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো: মশিউর রহমানের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাহারবাটি বাজার নৌকার প্রতীকের কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান টোকন সহ স্থানীয় আওয়ামী লীগ, সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম। সভায় বক্তারা বলেন,নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার সাথে জড়িতদের বিচার দাবি করেন। সেই সাথে ইউপি নির্বাচনকে যারাই বানচাল করার চেষ্টা করবে তাদেরকে শক্ত হাতে প্রতিহত ঘোষনা দেয় হয়। গত সোমবার রাতে সাহারবাটি ৯ নম্বর ওয়ার্ড ও ভাটপাড়া গ্রামের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।