গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
নৌকার প্রার্থী মো: গোলজার হোসেন এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। বুধবার সন্ধ্যায় কাথুলী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গাড়াবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে আওয়ামীলীগ আয়োজিত কর্মী সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, কিছুদিন আগে শুনেছি নৌকা ৪ নম্বরে,গত কয়েকদিন আগে শুনেছি ৩ নম্বরে আজকে শুনছি ২ নম্বরে। ১ সপ্তাহ পরে ভোট জনগনের বিপুল সমর্থন নিয়ে নৌকা বিজয়ী হবে। তিনি আরো বলেন,মারামারি ফ্যাসাদ দাঙ্গা হাঙ্গামা লাঠিবাজি কিংবা অন্য প্রার্থীর অফিসে ঢিল ছোড়ার দরকার নেই আমরা জনগনের ভোট নিয়েই বিজয়ী হবো। নির্বাচনে যেন সরকারের ভাবমূর্তি নষ্ট না হয় এজন্য আমরা জনগনের ভোট নিয়েই বিজয়ী হতে চাই। এজন্য ঘরে ঘরে ভোট প্রার্থনা করতে হবে। জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে এসময় জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,মনিরুজ্জামান মনি,পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু,সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু,ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন,সাধারন সম্পাদক শফি কামাল পলাশ,যুগ্ন সম্পাদক মো: মজিরুল ইসলাম,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুনতাছির জামান মৃদুল সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে নৌকায় ভোট প্রার্থনা করে সংক্ষিপ্ত বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী মো: গোলজার হোসেন।