গাংনীর বামন্দীতে ২৫ পিস ট্যাপেন্টা ’মাদক’ সহ ফার্মেসী মালিক গ্রেফতার

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে ২৫ পিস ট্যাপেন্টা (মাদক) সহ মিলন হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে তিনটার সময় বামন্দী জনতা ব্যাংকের পাশে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ফাতেমা ফার্মেসি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার মটমুড়া ইউনিয়নের সিন্দুরকৌটা ঘাটপাড়ার মৃত জুলমাত আলীর ছেলে।
বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ইমরুল হোসেন বলেন,ঔষধ ব্যবসার আড়ালে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ফাতেমা ফার্মেসি থেকে ট্যাপেন্টা (মাদক) বিক্রয় করা হয় এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারক্তি অনুযায়ী দোকান থেকে ২৫ পিচ ট্যাপেন্টা (মাদক) উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
জানা গেছে,বর্তমানে ৫০ মিলিগ্রাম একটি ট্যাবলেটের মূল্য ৫০ থেকে ৭০ টাকা এবং ১০০ মিলিগ্রাম একটি ট্যাবলেটের মূল্য ১০০ থেকে ১৫০ টাকা বিক্রি হচ্ছে। যার কোম্পনি মূল্য ৫০ মিলিগ্রাম প্রতি ট্যাবলেটের দাম ১২ টাকা এবং ১০০ মিলিগ্রাম প্রতিটি ট্যাবলেটের দাম ২২ টাকা। দীর্ঘদিন ধরে মাদকসেবনকারীরা ট্যাপেন্টাকে নেশা হিসেবে ব্যবহার করছে।
উল্লেখ্য : সম্প্রতি ট্যাপেন্টাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তফসিলভুক্ত করা হয়েছে। ব্যাথা নাশক টাপেন্টা জাতীয় ওষুধ মাদকের বিকল্প হিসেবে ব্যবহার করায় একে ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করেছে সরকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ ‘খ’ ৬৫ ধারা মোতাবেক আইনে মামলা দায়ের করা যাবে বলে সরকারী প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!