গাংনীতে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুঘি সংঘর্ষে কৃষক নিহত

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোস্তফা কামাল (৪০) নামের এক কৃষক নিহত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বামন্দীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল গাংনী উপজেলার করমদী গ্রামের গোসাঁইডুবি পাড়া মৃত আজিম উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক মোস্তফা কামাল শ্যালো মেশিনের পাইপ কেনার জন্য বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বামন্দী বাজারে পৌছালে ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!