গাংনীতে শান্তিপূর্ন ভাবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টােয়েন্টিফোর ডটকম :

টান টান উত্তেজনার পর অবশেষে শান্তিপূর্ন ভাবে মেহেরপুরের গাংনীতে শান্তিপূর্ন ভাবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে বিএনপি। গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল,সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান জুলফির আলী ভুট্টো,গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু,পৌর বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসেন মেঘলা। এসময় ষোলটাকা ইউপির সাবেক চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মনি,সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইনসারুল হক ইন্সু, জেলা যুবদলের সাধারন সম্পাদক কাউছার আলী,পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব জামাল উদ্দীন, পৌর বিএনপি নেতা আব্দাল হক, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল,জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হক,গাংনী উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজেদুর রহমান বিল্পব সহ বিএনপি ও সহযোগহী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে পশ্চিমমালসাদহ এলাকা থেকে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন,হাসপাতাল বাজার এলাকা থেকে গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু,পৌর বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসেনে মেঘলা ও পূর্ব মালসাদহ এলাকা থেকে ষোলটাকা ইউপির সাবেক চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মনির নেতৃত্বে বিপুল সংখ্যাক নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে একত্রিত হয়।
উল্লেখ্য : বৃহস্পতিবার বিকাল চারটার সময় দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। রাজনৈতিক দুটি দলের এমন পাল্টাপাল্টি অনুষ্ঠানকে কেন্দ্র করে গাংনী বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পুলিশের সহযোগিতায় শান্তিপূর্ন ভাবে বিএনপির কর্মসূচী শেষ হয়।

বিস্তারিত একটু পরে

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!