পৌর মেয়রের উদ্যোগে গাংনীর ঐতিহ্যবাহী ফুটবল মাঠ সংস্কার কাজ শুরু

কর্তৃক farukgangni

ফারুক আহমেদ:

মেহেরপুরের গাংনীর ঐতিহ্যবাহী ফুটবল মাঠ সংস্কার কাজ শুরু হয়েছে। পৌর মেয়র আহমেদ আলীর উদ্যোগে ফুটবল মাঠের সংস্কার কাজ চলছে। ঐতিহ্যবাহী মাটি সংস্থার শুরু হয় মেয়র আহমেদ আলী কে ধন্যবাদ জানিয়েছেন খেলোয়াড় সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী ফুটবল মাঠটি অবহেলা অযত্নে পড়ে থাকার কারণে খেলাধুলা বন্ধ ছিল। স্থানীয় খেলোয়াড়রা জানান, একসময় গাংনীর ঐতিহ্যবাহী এই ফুটবল মাঠে এশিয়ার দ্রুততম মানব শাহ আলমের নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হতো। এই টুর্নামেন্ট কে ঘিরে দেশে-বিদেশি খেলোয়াড়দের মুখর ছিল এই ঐতিহ্যবাহী ফুটবল মাঠ। এই ফুটবল মাঠের খেলা দেখতে মেহেরপুর সহ পার্শ্ববর্তী জেলার অনেক মানুষই ভিড় জমাতো। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতার কারণে দীর্ঘদিন যাবত ফুটবল মাঠটি অবহেলা অযত্নে পড়ে রয়েছে। এ কারণে সব ধরনের টুর্নামেন্ট বন্ধ রয়েছে। খেলোয়াড় ও স্থানীয়দের দাবির প্রেক্ষিতে পৌরসভার মেয়র আহমেদ আলীর উদ্যোগে অবশেষে মাঠটিকে খেলা উপযোগী করে তোলার লক্ষ্যে মাটি ফেলে সংস্কার কাজ শুরু করেছেন। মাঠটি সংস্কার করা শেষ হলে আবার খেলোয়াড় আর দর্শকদের পদচারনায় মুখর হয়ে উঠবে এমনটি প্রত্যাশা সকলের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!