মেহেরপুরে দুগ্ধ ও মাংস উৎপাদনে আড়াই কোটি টাকার চেক ও গরু বিতরন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টােয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরে দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ২৫০ জনের মধ্যে ২ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার চেক ও ৮ জনের মাঝে ষাড় ও গাভি বিতরন করা হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় সমবায় খুলনা প্রকল্প পরিচালক দপ্তর এ আয়োজন করেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক ও গাভি বিতরন করেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনছুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মশিউর রহমান এনডিসি, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি শিকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম। এসময় প্রকল্প পরিচালক মিজানুর রহমান,সমবায় কর্মকর্তা মনিরুজ্জামান ও সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার ও সরকারী কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপকারভুগীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!