গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীতে ৫০ পিচ ইয়াবা সহ হাসিবুল ইসলাম (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার ধানখোলা ইউপির চিৎলা মধ্যে পাড়ার রাস্তার পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। হাসিবুল ইসলাম বাঁশবাড়িয়া পশ্চিমপাড়ার আকছেদ আলীর ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই সইবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে হাসিবুল ইসলামকে গ্রেফতার করে। ইয়াবা উদ্ধারে ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।