গাংনীতে ফুটন্ত গরম পানিতে ঝলসে ইউপি সদস্য’র মৃত্যু

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টােয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে ফুটন্ত গরম পানিতে ঝলসে আব্দুস সোবহান (৪৭) নামের এক ইউপি সদস্য’র মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুস সোবহান মটমুড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও মোহাম্মদপুর গ্রামের মৃত তফিল উদ্দীনের ছেলে।
মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ জানান,গত শনিবার সকাল ৭ টায় নিজ বাড়িতে হলুদ সিদ্ধ করার সময় আকস্মিক ভাবে ফুটন্ত গরম পানি তাওয়া (কড়াই) আব্দুস সোবহানের শরীরের উপর পড়ে। এতে তার শরীরের বেশির ভাগ অংশ ঝলসে যায়। দ্রত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ণ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরো বলেন,আব্দুস সোবহান আওয়ামীলীগের নিবেদিত কর্মী ছিলো। সকলের সাথে তার ছিল নিবিড় সম্পর্ক এলাকাবাসি তাকে ভালো মানুষ হিসাবেই জানে। মৃত্যকালে মা,স্ত্রী দুই মেয়ে ও একপুত্র সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। শোকাহত পরিবারে প্রতি সমবেদনা জানিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি। মোহাম্মদপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম সুমন জানান,দীর্ঘদিন যাবৎ সৌদ্দি আরবে থাকার পর প্রায় তিন বছর পূর্বে বাড়িতে আসার পর হলুদের ব্যবসা বানিজ্য করে জীবন জীবিকা নির্বাহ করতো। এরপর ইউপি সদস্য পদে নির্বাচন করে বিজয়ী হন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!