গাংনীতে মাদকসহ একজন গ্রেপ্তার

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ

মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাদ আহমেদ(৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৯২৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।
বুধবার সন্ধ্যায় উপজেলার আমতৈল গোরস্থানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার সাদ আহমেদ উপজেলার আমতৈল গ্রামের
মৃত মোঃ রায়হান উদ্দিনের ছেলে।
এসময় তার নিকট থেকে ৯২৫ গ্রাম গাঁজা,
মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি বাটন মোবাইল এবং নগদ ৯০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব সুত্রে জানা যায়, উপজেলার আমতৈল গোরস্থানপাড়া এলাকায় এক মাদক ব্যবসায়ী মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সিপিসি-মেহেরপুর ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে সাদ আহমেদ নামের একজনকে গ্রেফতার করা হয়।এসময় তার নিকট থেকে ৯২৫ গ্রাম গাঁজা, মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি বাটন মোবাইল এবং নগদ ৯০০ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামী সাদ আহমেদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!