গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ
মেহেরপুরের গাংনীর চৌগাছা ও গাংনী বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর।
সোমবার দুপুরে গাংনীর চৌগাছা ও গাংনী বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযান সুত্রে জানা যায়, অভিযানে চৌগাছায় মেসার্স মা মুড়ি মিলের কারখানায় অভিযানে বেশকিছু অসংগতি পরিলক্ষিত হয়। কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, মোড়কীকরণ বিধি অমান্য করা, অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় মুড়ি তৈরি ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: কিবরিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স সুমন স্টোর নামক তেল চিনির পাইকারি ব্যবসায়ীর প্রতিষ্ঠান তদারকিতে পণ্যের ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ ও প্রদান না করা, মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ইত্যাদি অপরাধে ৪৫ ধারায় ৩,০০০ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে গাংনী বাজারে তরমুজ ও ফলের দোকানগুলো তদারকি করা হয়। ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে বিক্রয় ও ক্রয় ভাউচার সংরক্ষণের জন্য নির্দেশনা দেয়া হয়। অভিযানে ০২ টি প্রতিষ্ঠানকে মোট ৮,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং সবাইকে সতর্ক করা হয়।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম,গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মশিউর রহমান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।