গাংনী নিউজ ডটকম :
মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেও শেষ দিনে দুইজন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার বিকাল ৩টার পর জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন ও গাংনী উপজেলা যুবলীগের সহ সভাপতি মজিরুল ইসলাম রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মুঃ তানভীর হাসান রুমানের কাছে মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন দিলে তা গ্রহন করা হয়।
শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বর্তমান গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক,গাংনী উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক ও সাবেক এমপি মো: সাহিদুজ্জামান খোকনের স্ত্রী লাইলা আরজুমান বানু শিলা,গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন,সাবেক ভাইস চেয়ারম্যান রাশিদুল হক জুয়েল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোখলেসুর রহমান মুকুল,জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক একেএম শফিকুল আলম, ও মহিবুল ইসলাম মুকুল হোসেন নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ২১ মে ব্যালট পেপারে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।