গাংনীতে যুবকের আত্মহত্যা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:

মেহেরপুরের গাংনীতে চিরকুট লিখে বন্ধুর বাড়িতে আত্মহত্যা করেছেন মোঃ সাইদুল ইসলাম (২০) নামের এক যুবক।

শুক্রবার সকালে উপজেলার বেতবাড়ীয়া গ্রামের বন্ধু পারভেজ আলীর ঘর থেকে ঝুলন্ত অবস্থায় সাইদুলের মরদেহ উদ্ধার করে গাংনী থানা পুলিশ।
নিহত সাইদুল উপজেলার বেতবাড়ীয়া গ্রামের রিফুউজিপাড়ার মোঃ শাহিন আলীর ছেলে।সে ঢাকার একটি কোম্পানীতে চাকরী করতো।

স্থানীয়রা জানান,সাইদুল ইসলাম
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিহালা গ্রামে বিয়ে করে। । সে কয়েকদিন আগে ছুটিতে এসে শুনে তার স্ত্রী তাকে তালাক দিয়েছে। এনিয়ে অভিমানে বৃহস্পতিবার রাতে একই গ্রামের বন্ধু পারভেজ আলীর বাড়িতে আশ্রয় নেন।বন্ধু পারভেজ ঘুমিয়ে গেলে,সাইদুল ওই ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে ঘুম থেকে উঠে পারভেজ দেখেন সাইদুলের মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
তবে মৃত্যুর আগে সে চিরকুটে লিখে যায় আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

গাংনী থানার (ওসি) আব্দুর রাজ্জাক জানান,বিষয়টি নিয়ে তদন্ত চলছে পরে বিস্তারিত জানা যাবে কি কারনে আত্মহত্যা করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!