গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:
মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সকল হাজিদের পুনর্মিলন সভা অনুষ্ঠিত হয়েছে।
এস ফোর হজ্জ এজেন্সির সার্বিক সহযোগিতায়
শনিবার দুপুরে উপজেলার কল্যাণপুর গ্রামে এ সভার আয়োজন করা হয়।
হাজী মোহাম্মদ আব্দুল কাফির সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজি মুহাম্মদ শওকত উসমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস ফোর হজ্জ এজেন্সির মোয়াল্লেম হাজি মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন হাজী মুহাম্মদ শহিদুল ইসলাম।
এসময় সাবেক সংসদ সদস্য মোঃ আমজাদ হোসেন,হাজী মোহাম্মদ আব্দুল কুদ্দুস,মফেল উদ্দিন বিশ্বাস,মোহাম্মদ আলী,এস ফোর হজ্ব এজেন্সির ম্যানেজার শহীদুল্লাহ রায়হান কাজলসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।