গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: নাশকতার মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি মেহেরপুরের গাংনী উপজেলা জামাতের আমীর ডাক্তার মো: রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ।
শনিবার রাতে গাংনী দাশপাড়া এলাকার নিজ বাড়িতে
গাংনী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
তিনি গাংনী উপজেলার কড়ইগাছি বড়বামন্দী গ্রামের মৃতু মো: আব্দুর রউফের ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নাশকতা মামলায় আদালত মো: রবিউল ইসলামের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে গ্রেফতার নির্দেশ দিলে গাংনী থানা পুলিশের একটি টিম গতকাল রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান,আজ রোববার দুপুরে গ্রেফতার মো: রবিউল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।