মেহেরপুরের গাংনীতে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের সংবাদ সম্মেলন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ ডটকমঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে এমন প্রত্যাশা রেখে সংবাদ সম্মেলন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন।

বুধবার বিকাল তিনটার সময় তার নিজ নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

এসময় তিনি বলেন, নৌকার অফিস ভাঙচুর ও হামলার ঘটনা সম্পূর্ণ মিথ্যা। তদন্ত করলে পাওয়া যায়।

এছাড়াও তিনি আরও বলেন, ১৯৯৬ সাল এবং ২০১৪ সালে জনগণ আমাকে ভালবেসে ভোট দিয়ে নির্বাচিত করে। এই নির্বাচন সুষ্ঠু-সুন্দর এবং নিরপেক্ষ হলে এবারও জনগণ আমাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি মনে করি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল শাহ, রায়পুর ইউপি আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল,কাথুলী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি শাহিদুজ্জামান শিপু সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী রা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!