মেহেরপুর ও মুজিবনগরে প্রতীক বরাদ্দ। গাংনীর ১৬ প্রার্থীই বৈধ

কর্তৃক farukgangni

মেহেরপুর প্রতিনিধি :

প্রথম ধাপে মেহেরপুর ও মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। রিটানিং কর্মকর্তা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। চেয়ারম্যান পদে মেহেরপুর সদর উপজেলায় আনারুল ইসলাম মোটরসাইকেল,এস.এম ইবরাহীম শাহীন কাপ পিরিচ,আব্দুল মান্নান ঘোড়া,হাশেম আলী আনারস,ভাইস চেয়ারম্যান পদে মো: আবুল হাসেম চশমা,মো: শাহিন টিউবয়েল,মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ কলস,সামিউন বাসিরা হাঁস ও লতিফুন নেছা লতা বৈদ্যুতিক পাখা ও মুজিবনগর উপজেলায় আমাম হোসেন মিলু আনারস, রফিকুল ইসলাম তোতা কাপ পিরিচ,কামরুল হাসান চাঁন্দু ঘোড়া ও মাহাবুব আলম মোটরসাইকেল,ভাইস চেয়ারম্যান পদে বিএম জাহিদ হাসান টিউবয়েল, মতিউর রহমান চশমা,মহিলা ভাইস চেয়ারম্যান পদে তকলীমা কলস ও আফরোজা খাতুন ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়া ২য় ধাপে গাংনীতে চেয়ারম্যান পদে ১০ , পুরুষ ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রিতম সাহা।
উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, সাবেক এমপি সাহিদুজ্জামান খোকনের স্ত্রী লায়লা আরজুমান বানু, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রাশিদুল হক জুয়েল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল,গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন,গাংনী উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মজিরুল ইসলাম ও মহিবুল ইসলাম মুকুল। ভাইস চেয়ারম্যান পদে ফারুক হাসান, দেলোয়ার হোসেন মিঠু ও দেওয়ান রেজাউল হক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারহানা ইয়াসমিন, আলপনা আক্তার ও নাসিমা খাতুন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!