করোনায় দুর্যোগেই নয় সারা বছরই অসহায় মানুষের পাশে থাকবে বন্ধন ..সোহাগ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আঘাত এনেছে করোনা সংক্রমন। করোনা সংক্রামন ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে শহর পর্যন্ত। করেনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সরকারের পাশাপাশি অসহায় কর্মহীন মানুষ গুলোর পাশে দাঁড়িয়ে বেসরকারী বিভিন্ন সংগঠন খাদ্য সহায় প্রদান করছে। বন্ধন নামের একটি বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন। অসহায় বয়স্ক বৃদ্ধ বিধবা নারীদের পাশে দাড়ানোর অঙ্গীকার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক গড়ে ওঠা একটি গ্রুপ এসএসসি ব্যাচ ১৯৭২-বর্তমান( বন্ধন),গাংনী উপজেলা। এই সংগঠনটি গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে যারা খুবই অসহায় অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে এমন পরিবার খুজে তাদের মাঝে খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দিচ্ছে তারা। কসবা ভাটপাড়া গ্রামের এক অসহায় পরিবার সহ বিভিন্ন স্থানে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন এ সংগঠনের স্বেচ্ছাসেবক আরিফুল ইসলাম, শাহজাহান আলী,ওয়ালিদ আল জাবির প্লাবন ও এম বাপ্পি। এই গ্রুপটির (সংগঠনের) পরিচালনায় রয়েছে মোঃ আব্দুস সামাদ সোহাগ (এডমিন প্রধান), অলিকুর রহমান (এডমিন), আরিফুল ইসলাম (এডমিন), ওয়ালিজ আল জাবির প্লাবন (মডারেটর), আবির(মডারেটর),আসিফ ইকবাল অনিক (মডারেটর), এম বাপ্পি (মডারেটর)। বন্ধন গ্রুপের প্রতিষ্টাতা ও এডমিন মো: আব্দুস সামাদ সোহাগ বলেন, করোনায় যখন মানুষ অসহায় হয়ে পড়েছে তখন আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। শুধু করোনায় দুর্যোগেই নয় সারা বছরই নিজের সাধ্যমত খাদ্য সহায়তার প্রক্রিয়া চলমান থাকবে। গ্রæপে ৫ হাজার সদস্য আছে। তারা সবাই মানব সেবায় কাজ করবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!