গাংনীতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম,সহকারী কমিশনার নাজমুল আলম ও ভাইস চেয়ারম্যান রাশিদুল হক জুয়েল। এরপর মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। সহকর্মীদের সাথে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক। এছাড়া গাংনী পৌরসভার পক্ষে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আছেন উদ্দীন,জাহিদ হোসেন ও মিলন হোসেন,গাংনী উপজেলা যুবলীগের পক্ষে সাধারন সম্পাদক শফি কামাল পলাশ,যুগ্ন সম্পাদক মজিরুল ইসলাম,গাংনী প্রেসক্লাবের পক্ষে মাজেদুল হক মানিক,রমজান আলী ও মাহবুব আলম,রিপোটার্স ক্লাবের পক্ষে সহকর্মীদের নিয়ে আনারুল ইসলাম বাবু,আল আমীন ও শাহিন আলী,গাংনী উপজেলা ছাত্রলীগের পক্ষে সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিক,জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাজাহান আলী,ফিরোজ আহমেদ,ছাত্রলীগ নেতা শিপন,ধানখোলা ইউপি ছাত্রলীগের সাধারন সম্পাদক আকাশ সহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!