গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীতে বিষ প্রয়োগ করে কৃষকের দেড় বিঘা জমির পেঁয়াজ বিনষ্টের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বাঁশবাড়িয়া-পোড়াপাড়া মাঠে বুধবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। পেঁয়াজ চাষী আলম হোসেন সন গাংনী পৌর এলাকা বাঁশবাড়িয়া গ্রামের মৃত নফর আলীর ছেলে।
কৃষক আলম হোসেন জানান,প্রায় চার মাস পূর্বে জনৈক্য নজরুল ইসলাম নামের এক ব্যক্তির নিকট থেকে এই জমি বর্গা নিয়ে পেঁয়াজের চাষাবাদ শুরু করি। ধারদেনা করে পেঁয়াজ চাষে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ হয়েছে। পেঁয়াজ বিনষ্ট হওয়ার কারণে প্রায় দুই লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন,পেঁয়াজ বিনষ্টের বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
গাংনীতে কৃষকের ২ লাখ টাকার পেঁয়াজ বিনষ্টের অভিযোগ
পূর্ববর্তী পোস্ট