গাংনীতে গাঁজা সহ একজন গ্রেপ্তার

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ

 মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মোঃ সাহিদুল ইসলাম(৪২) নামের একজনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুর।

সোমবার সকালে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ী সাহিদুল ইসলাম সাহারবাটি গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আবুল হাশেম দুপুর সাড়ে ১২ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহারবাটি গ্রামে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা অভিযান চালিয়ে সাহিদুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।এ সময় তার ঘর তল্লাশি করে শয়ন কক্ষের খাটের নিচে বাক্সের মধ্যে থেকে প্লাস্টিকের বস্তা বোঝায় সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!