গাংনীতে ট্রলির সাথে যাত্রীবাহি বাসের ধাক্কায় আহত -৩

কর্তৃক farukgangni

গাংনী নিউজ ডটকম:

 মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলা নামক স্থানে মাটিবাহী ট্রলির সাথে যাত্রীবাহি বাসের ধাক্কায় তিনজন আহত হয়েছে।

আজ বুধবার দুপুরে মেহেরপুর সড়কের চোখতোলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, গাংনী উপজেলার শিমলতলা গ্রামের একতার হোসেনের ছেলে মোঃ জলি (৩৫),বাদিয়া পাড়া গ্রামের মোঃ বুলবুল হোসেনের ছেলে আব্দুর ছাত্তার (২৮) ও মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের বাসিন্দা ট্রলির ড্রাইভার মোঃ বাবু মিয়া (৩০)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

স্থানীয়রা জানান, মেহেরপুর কুষ্টিয়া সড়ক সংস্কারের কাজ চলছে এসময় ট্রলি করে মাটি রাস্তার ধারে ফেলার সময় যাত্রীবাহি বাস ধাক্কা দিলে ট্রলি খাদে পড়ে ট্রলি চালকসহ শ্রমিক আহত হয়েছে।আহতদের উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।আর দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় যাত্রীবাহি বাসটি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার এমদাদুল হক বলেন,সড়ক দুর্ঘটনায় আহত তিনজন হাসপাতালে এসেছিল।তাদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এবাপারে গাংনী থানার (ওসি) তাজুল ইসলাম সড়ক দৃর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,দুর্ঘটনা সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!