গাংনীতে ধানের চারা রোপনের উদ্বোধন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ ডটকম:
মেহেরপুরের গাংনীতে সমলয়ে চাষাবাদ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রাইস ট্রাস্ট প্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনার আওতায় সোমবার দুপুরে উপজেলার ষোলটাকার ডুবার মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি এর উপ-পরিচালক কৃষিবিদ বিজয় কৃষ্ণ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা,অফিসার ইনচার্জ তাজুল ইসলাম। এসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাসেল রানা সহ কৃষক ও সরকারী কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন। অনুষ্ঠান সঞ্চালণা করেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুর রউফ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!