মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:
মেহেরপুরে গাংনীতে ধানের চারা রোপনের কাজ করার সময় বজ্রপাতে জব্বারুল ইসলাম (৩৪) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার (১২ আগষ্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বাথানপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত জাব্বারুল ইসলাম একই উপজেলার ষোলটাকা ইউনিয়নের রুয়েরকান্দি গ্রামের আবদাল হকের ছেলে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ষোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা জানান, জব্বারুল ইসলাম পেশায় একজন দিন মজুর। তিনি আজ শনিবার (১২ আগস্ট) উপজেলার বাথানপাড়া গ্রামের মাঠে সকাল থেকে ধানের চারা রোপনের কাজ করছিলেন। বিকেল সাড়ে ৪ টার দিকে আকাশ কালো মেঘে ঢেকে হঠাৎ শুরু হয় মুষলধারে বৃষ্টি। এ সময় বিকট শব্দে বজ্রপাত জব্বারুল ইসলামের শরীরে আঘাত হানলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!