গাংনীতে নির্বাচন বর্জন নিয়ে বিএনপি’র যৌথ সভা অনুষ্ঠিত

কর্তৃক farukgangni

গাংনী নিউজ ডটকম :

মেহেরপুরের গাংনীতে উপজেলা পরিষদ নির্বাচন বর্জন নিয়ে জনমত গঠনের উপর বিএনপি’র যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি জনাব রেজাউল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। এসময় জেলা সহ সভাপতি, আব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল, ইনসারুল হক,আলফাজ কালু, ষোলটাকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দাল হক, সাধারণ সম্পাদক- কাওছার আলী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আরজুমান বানু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক চপল বিশ্বাস, সদস্য সচিব- জাহিদ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক-সাহিদুল ইসলাম, সদস্য সচিব- এনালুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক – শহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব- জামাল উদ্দিন,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক- সাজেদুর রহমান (বিপ্লব), উপজেলা ছাত্রদলের সদস্য সচিব- রিপন হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব – শিশির আহমেদ শাকিল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচনে বিএনপির যে কোন নেতাকর্মী অংশ নিলে তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!