গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
প্রকৃত ধান চাষীদের সন্ধানে দিনের পর রাতের আধারেও মাইকিং শুরু করেছেন মেহেরপুরের গাংনীর খাদ্য কর্মকর্তা মো: খলিলুর রহমান। সোমবার বিকাল থেকে এ মাইকিং শুরু হয়েছে। গাংনী উপজেলা খাদ্য কর্মকর্তা মো: খলিলুর রহমান জানান, চলতি বছরে সরকারী ভাবে ১০৪০ টাকা মণ দরে ১৪শ’৮৮ মে:ট্রন ধান ক্রয় করবে। অনিয়ম রোধে প্রকৃত ধান চাষীদের তালিকা তৈরি করে তাদের মধ্যে থেকে লটারীর মাধমে ধান ক্রয় করা হবে। একারনে প্রকৃত ধান চাষীরা যাতে তালিকা ভুক্ত হতে পারে এজন্য ৯টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মাইকিং করা হচ্ছে। গাংনী উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মো: মতিয়ার রহমান জানান, গাংনী উপজেলা খাদ্য কর্মকর্তা মো: খলিলুর রহমানের উপস্থিতিতে মাইকিং করা হচ্ছে। গাংনী উপজেলা খাদ্য ক্রয় কমিটির সভাপতি ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান,ধান ক্রয়ে সচ্ছতা আনার জন্য প্রকৃত চাষীদের অবগত করার জন্যই মাইকিং করা হচ্ছে। এছাড়া কোন ধানচাষী যেন তালিকা থেকে বাদ না যায় একারনে মাইকিং করার পাশাপাশি খাদ্য বিভাগ,কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন কাজ করছে।