গাংনীতে বাড়তি ভাড়া নেওয়ায় শ্যামলী কাউন্টারে জরিমানা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টারকে জরিমানা করা হয়েছে। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা শহরের শ্যামলী কাউন্টারের মাস্টার আশরাফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন,ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিষ্ণুপদ পাল। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,গাংনী উপজেলা শহর থেকে ঢাকা পর্যন্ত নির্ধারিত বাসের ভাড়া ৫৫০ টাকা। অথচ ঈদ যাত্রায় যাত্রীর চাহিদাকে কাজে লাগাতে গাংনী শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার আশরাফুল ইসলাম যাত্রীদের কাছ থেকে ৮শ’ টাকা নিচ্ছেন। কয়েকজন যাত্রীর অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এবং আশরাফুল ইসলাম তার দোষ স্বীকার করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!