গাংনীতে ভুয়া ডাক্তারের ২ বছরের জেল

কর্তৃক farukgangni

গাংনী নিউজ ডটকম:

মেহেরপুরে চিকিৎসক না হয়েও চিকিৎসা প্রদান করায় সুজন নামের একজনকে ২০ হাজার টাকা জরিমানা ও দুই বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভ্রম্যমান আদালত পরিচালনা করেন, গাংনী সহকারী কমিশনার ভুমি নাদির হোসেন শামীম।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামে স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই দির্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিল সুজন। খবর পেয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর অভিযান চালিয়ে ঐ প্রতিষ্ঠান থেকে সুজনকে আটক করা হয়। এরপর চিকিৎসক সংক্রান্ত্র বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। সেক্ষেত্রে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ এর ১ ধারা লঙ্ঘন করায় ২০ হাজার টাকা জরিমানা ও দুই বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। আটক সুজন আলী মহাম্মদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!