গাংনীতে ভূমিকম্প অনুভূত

কর্তৃক farukgangni

গাংনী নিউজ ডটকম:

মেহেরপুরের গাংনীতে ভূমিকম্প অনুভূত হয়েছে।

বুধবার রাত ৮ টা ৭ মিনিটের সময় এ ভূমিকম্প অনুভূত হয়।
৪.৫ মাত্রার ভূকম্পনটি ৩ থেকে ৪ সেকেন্ড স্থায়ী হয়।

স্থানীয়রা জানান,ঘরে বসে আছি হঠাৎ ঘর কেঁপে ওঠে। আমরা দ্রুত ঘর থেকে বের হয়ে রাস্তায় আসি।ভূমিকম্পের ঝাঁকুনিটা ছিল খুব শক্তিশালী।কিছুক্ষণ থাকলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যেত,আল্লাহ হেফাজত করেছেন।

উপজেলার দেবীপুর গ্রামের জুনায়েদ হোসেন বলেন, দোকানে বসেছিলাম। হঠাৎ করে ঘর কেঁপে ওঠে।তাৎক্ষণিক বাইরে বের হয়ে পড়ি।ভূমিকম্পের কথা শুনলে ভয় লাগে।আমাদের এখানে কারো ক্ষয়ক্ষতি হয়নি আল্লাহ সবাইকে হেফাজত করেছেন।

স্থানীয় বাসিন্দা কাজল আহমেদ বলেন, দুইবার কম্পন অনুভূত হয়েছে একবার আস্তে একবার জোরে।ভয়ে ঘর থেকে বের হয়ে পড়ি।অনেক লোক ঘর থেকে বের হয়ে পড়েছিল।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬ ।
পাবনার আটঘরিয়ায় উৎপত্তিস্থল ।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা জানান, হঠাৎ করে কম্পন অনুভব করলাম।এটা ৪.৫ মাত্রার ভূমিকম্প ছিল।কম্পনটি প্রায় ৩ থেকে ৪ সেকেন্ড ছিল।

রিপোর্ট লেখা পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!