গাংনীতে হাতুড়ি ডাক্তারের ভুল চিকিৎসায় একজনের মৃত্যু

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে হাতুড়ি ডাক্তারের কাছে দাঁত তুলে নাসির উদ্দীন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরনে রবিবার দুপুর ১২ টার দিকে তার নিজ বাড়িতে মৃত্যু হয়। নাসির শেখ গাংনী উপজেলার ছাতিয়ান শেখ পাড়ার মৃত মহির উদ্দীন শেখের ছেলে।  নাসির উদ্দীনের পরিবার ও সূত্রে জানা যায়, গত ২রা জুন বামন্দি মিজান ডেন্টাল ক্লিনিকে নাসির উদ্দীনের ৬ টি দাঁত তোলা হয়। এরপর অতিরিক্ত রক্তক্ষরন হলে তার শরীরে রক্ষ শূন্যে দেখা দিলে তার শরীরে রক্ত দেয়া হয়। তারপরও শরীরের রক্ত ঘাটতির কারনে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে মিজান ডেন্টাল ক্লিনিকের মালিক হাতুড়ে ভুয়া ডা: মিজানুর রহমান পলাতক রয়েছে। মিজানের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, কথিত ডা: মিজান পলাতক রয়েছে। তবে নাসির উদ্দীনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!