গাংনীতে ১শ’৯০ বোতল ফেন্সিডিল সহ আটক-১। পলাতক-২

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে ১শ’৯০ বোতল ফেন্সিডিল সহ সবুজ হোসেন (২৫) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার বিকাল ৪ টায় উপজেলার হাড়াভাঙ্গা ঈদগাহ এলাকা থেকে তাকে আটক করে। ফেন্সিডিল সহ আটক সবুজ হোসেন গাংনী উপজেলার কল্যানপুর গ্রামের হেলাল হোসেনের ছেলে।
বিজিবি সূত্র জানায়,হাড়াভাঙ্গা ঈদগাহ এলাকা দিয়ে ফেন্সিডিল পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শহড়াতলা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালানো হয়। বিজিবির অভিযানে ১শ’৯০ বোতল ফেন্সিডিল সহ সবুজ হোসেন আটক হলেও তার দু সহযোগি পালিয়ে গেছে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, ১শ’৯০ বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় শহড়াতলা বিওপি’র নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে সবুজ হোসেন সহ তার দু সহযোগির বিরুদ্ধে গাংনী থানায় মামলা মামলা দায়ের করেছে বিজিবি। গাংনী থানার মামলা ২৫ তাং ১৮.১১.২০২০ ইং।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভবানীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই বকতিয়ার হোসেন জানান,মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকে পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রত সময়ের মধ্যে মামলাটি তদন্ত মেষে আদালতে চার্জশীট দাখিল করা হবে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল ফরহাদ হারুন চৌধুরী জানান,উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫২ হাজার টাকা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!