গাংনীর কাজিপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের সেক্টর পর্যায়ের বৈঠক

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টােয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীর কাজিপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের সেক্টর পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তের চলমান নানা ইস্যু নিয়ে সোমবার সকাল ১১ টায় আট কবরের পার্শে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি ও বিএসএফ’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়। অত্যন্ত সোহার্দ্যপুর্ণ পরিবেশে দুপুর ১২ টায় বৈঠক শুরু হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে ৪৭ বিজিবি সেক্টর কমান্ডার ইমারত হোসেন ও ভারতের পক্ষে ডিআইজি সেক্টর কমান্ডার রাজেশ কুমার নেতৃত্ব দেন। এসময় ৪৭ বিজিবি পরিচালক আরিফুল হক ও বিএসএফ ৮৪ ব্যাটালিয়ন কমান্ডার নন্দন শিং সহ উভয় দেশের বিজিবি ও বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী হত্যা বন্ধে ,মাদকসহ সবধরনের চোরাচালান বন্ধ, নারী-শিশু পাচার রোধ, সীমান্তের সবধরনের অপরাধ বন্ধসহ দু’দেশের সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি-বিএসএফ যৌথভাবে কাজ করার অঙ্গীকার করা হয়েছে। বৈঠক শেষে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সর্ম্পক আরো সূদৃঢ় করতে উপহার বিনিময় করা হয়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!