গাংনীর বামন্দী পশুহাট রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনায় সমাবেশ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম.(ফারুক আহমেদ) :

অসাধু চক্রের হাত থেকে গাংনী উপজেলার ঐতিহ্যবাহী বামন্দী পশুহাট রক্ষায় রাজনৈতিক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনায় গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টার সময় গাংনী উপজেলার বামন্দী পশুহাট কমিটির সদস্যবৃন্দ তথা বামন্দী অঞ্চলের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ,গরু-ছাগল ব্যবসায়ীসহ নানা শ্রেনিপেশার লোকজন বামন্দী পশুহাট রক্ষায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। গণ সমাবেশে বামন্দী ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা ও বাজার কমিটির উপদেষ্টা শহিদুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম,কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু,ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান ,বামন্দী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, আ.লীগের বিশিষ্ট নেতা মনিরুজ্জামান আতু গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এতদঞ্চলের পশুব্যবসায়ীবৃন্দ। সমাবেশে পশুহাট ইজাদারদের প্রতি সহনশীল ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় নমনীয় হওয়ার জন্য পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, গাংনী উপজেলার ঐতিহ্যবাহী বামন্দী পশুহাট থেকে মোটা অংকের রাজস্ব আদায় হয়। উক্ত হাট নষ্ট করার জন্য ইতোমধ্যেই পার্শ্ববর্তী খলিসাকুন্ডি কাতলামারীতে একদল কুচক্রীমহল একই দিনে পশুহাট চালু করে বামন্দী বাজারের অনিষ্ট করে যাচ্ছে। এহেন পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!