গাংনীর ১৬ জন যুবককে ফেরত আনা ও মানবপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সৌদ্দি দুতাবাস

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম (ফারুক আহমেদ) :

মানবপাচারকারীদের হাতে বন্দি মেহেরপুরের গাংনীর ১৬ জন যুবককে ফেরত আনা ও দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সৌদ্দি দুতাবাস। দুতাবাসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গাংনীর ১৬ যুবক সৌদ্দি আরবে বন্দী এ সংক্রান্ত প্রতিবেদন প্রচার হওয়ার পরে গাংনীর কৃতি সন্তান সচিব আলকামা সিদ্দিকী বিষয়টি সৌদ্দি দুতাবাসকে জানালে তারা ব্যবস্থা নিচ্ছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য : ভালো কাজের কথা বলে প্রতিজনের নিকট থেকে ৬ লাখ টাকা নিয়ে সৌদি আরবে পাঠিয়েছেন মানব পাচারকারী চক্রের সদস্য আদম দালাল গাংনী উপজেলার হিজল বাড়িয়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে নাহিদ। এছাড়া গাংনী উপজেলার হিজল বাড়িয়া গ্রামের রশিদ শেখের ছেলে রুবেল হোসেন জেল হাজতে রয়েছে বলে জানিয়েছে তার পরিবার। ভাগ্যবদলের স্বপ্ন নিয়ে মানব পাচারকারীদের প্রলোভনে পড়ে বিদেশ পাড়ি জমিয়েছিলো তারা। মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ হোসেন জানিয়েছেন,ক্ষতিগ্রস্থ পরিবার মামলা দিলে মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!