মেহেরপুরের বারাদী বীজ উৎপাদন খামারে শ্রমিক ধর্মঘট

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টােয়েন্টিফাের ডটকম :

মেহেরপুরের বারাদী বীজ উৎপাদন খামার (বিএডিসি) কৃষি খামারে বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান ধর্মঘট,মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৬ টায় ১০ দিনব্যাপি বারাদী খামার চত্তরে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রথম দিনের শ্রমিকদের বেতন বৃদ্ধি, নিয়মিতকরণ ও বাৎসরিক দুইটি উৎসব ভাতা প্রদান সহ ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বারাদী খামারের শ্রমিকেরা এ কর্মসূচি পালন করে।
বাংলাদেশ কৃষি খামার শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বেশ কিছু প্রতিষ্ঠান সরকারি সকল সুবিধা পেলেও কৃষি খামার শ্রমিকেরা সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করেও শ্রমিকদের বেতন বাড়ছে না, তাদের নিয়মিত করণ করা হচ্ছে না, সরকারি কর্মকর্তারা ইচ্ছেমাসিক শ্রমিক ছাটাই ও কাজ দিচ্ছেন, শ্রমিকেরা ছুটি ভোগ করতে পারে না, চিকিৎসা ভাতা পায় না এই সকল দাবি বাস্তবায়নের লক্ষ্যে কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন ১৩ দফা দাবি আদায়ে কর্মসূচি গ্রহণ করেছে।
বারাদী কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি আলতাব হোসেন বলেন, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দাবী আদায়ের লক্ষ্যে দশ দিনব্যাপী আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় বক্তব্য রাখেন শ্রমিক নেতা শাহাবুদ্দিন, আব্দুর রশিদ, মিঠুন আলী, সাবিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বারাদী কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আজগার আলী খোকন, সাধারণ সম্পাদক কাজী আলম, আলিমদ্দীন, আক্তার হোসেন, মিনহাজ উদ্দীন, জিয়া, সামাদ, রফিকসহ আরও অনেকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!