গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:
র্যাবের অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার
চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামী সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা মোঃ মহিবুল হককে (৬০) গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ও র্যাব -৬, সদর কোম্পানী, ভাটিয়াপাড়া, গোপালগঞ্জ এর সদস্যরা।
মোঃ মহিবুল হক মেহেরপুর জেলার গাংনী উপজেলোর বাওট গ্রামের মৃত মওলা বক্সের ছেলে। তাকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর ২০২৪ ইং) সকাল ১০টার সময় গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার বেসপুর ২০ শয্যা বিশিষ্ট হসপিতালের নার্স কোয়ার্টার থেকে গ্রেফতার করা হয়।
তথ্যসূত্রে জানা গেছে, গত ০৬ আগস্ট ২০২৪ ইং আনুমানিক রাত ০৯.০৫ ঘটিকার সময় মেহেরপুর জেলার গাংনী উপজেলোর বাওট গ্রামের নাহারুল ইসলামকে (৫০) পূর্বপরিকল্পিতভাবে লোহার হাসুয়া দ্বারা মাথায় আঘাত কোপ দিলে গুরুত্বর জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন নাহারুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহতের ছেলে নাজমুল হোসেন বাদী হয়ে ০৭আগষ্ট ২০২৪ইং তারিখে গাংনী থানায় ১১ জনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৮, ধারা ১৪৩/১৪৮/১৪৯/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬ (২) পেনাল কোড-১৮৬০।
র্যাব —১২ এর ক্রাইম প্রিভেনসন সেন্টার (সিপিসি—৩) মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি আশরাফ উল্লাহ পিপিএম এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুর জেলার গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।