গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:
মেহেরপুরের গাংনীতে শ্যামলী পরিবহনের চালক মো: সায়েদ আলীকে(৪৪) ২’শ ৭৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব।
বুধবার রাতে গাংনী বাজারের যাত্রী ছাউনির সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার সায়েদ আলী উপজেলার ছাতিয়ান গ্রামের মৃত খেদ আলির ছেলে।
র্যাব-১২( গাংনী ক্যাম্প)এর সহাকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে আগত মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের চালক (ঢাকা মেট্রো ব-১১-৬৪৪৯) মাদক নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী বাজারের যাত্রী ছাউনির সামনের পাকা রাস্তায় র্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে মো: সায়েদ আলীকে গ্রেফতার করা হয়।এসময় তার নিকট থেকে ২’শ৭৩ পিচ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই মাদক ব্যবসায়ী প্রায়ই নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে বহন করে নিয়ে এসে এলাকার যুব সমাজের নিকট বিক্রি করে তাদেরকে ধ্বংসের দিকে ধাবিত করছে।
গ্রেফতারকৃত আসামী সায়েদ আলীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।