গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:
মেহেরপুরের গাাংনী উপজেলার শহড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুরপাড় থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়িয়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার সহড়াবাড়িয়া হাটপাড়া গ্রামে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন এমন খবর পেয়ে এসে দেখি একটি মৃত নবজাতক।মরদেহটি কুকুরে টানাটানি করছিল তারপরে স্থানীয়রা জানতে পারে।এতো নিকৃষ্ট কাজ মানুষ করতে পারে এটা ভাবতেই খারাপ লাগছে।
ষোলটাকা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম জানান,একটি নবজাতককে পুকুর ধারে কে বা কারা ফেলে রেখে গেছে।কুকুরে টানাটানি করছিল। বাড়ির পাশের একজন মহিলা পুকুরের ধারে পোশাক মেলতে গিয়ে দেখতে পায়।পরে লোকজনকে ডাকাডাকি করে।এরপর লোকজন এসে দেখে একটি নবজাতক শিশু।একটি পা খাওয়া।বয়স আনুমানিক ৬ থেকে ৭ মাস হবে।কে বা কারা রেখে গেছে তা জানা যায়নি।মানুষ এতো নিকৃষ্ট কাজ করতে পারে এটা ভাবতে কষ্ট লাগছে।কারণ এ অবুঝ শিশুটির দোষ কি ছিল।বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনা স্থানে পুলিশ আসে।
হেমায়েতপুর ক্যাম্প ইনচার্জ এসআই আলতাফ হোসেন জানান, গাাংনী উপজেলার শহড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।শিশুটির বয়স আনুমানিক ৬ থেকে ৭ মাস হবে।অবৈধ সম্পর্ক ঢাকার কারণে হয়তো কেউ এমন কাজ করেছে।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তাঁদের দিক নির্দেশ মোতাবেক কাজ করছি।তবে কে বা কাহারা এই মৃত নবজাতকটি রেখে গেছে তা এখনো জানা যায়নি।
গাংগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ঈসরাইল জানান, একটি নবজাতক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।