গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী। বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার ভোরে ৫০বার তপধ্বনির মধ্যে দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান এম এ খালেক,উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম,ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জাতির জনকের প্রতিক্রিতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা ও পৌর আওয়ামীলীগের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর গাংনী ফুটবল মাঠে কুচকাওয়াজ,সালাম গ্রহন ও প্যারেড অনুষ্ঠিত হয়। পরে
উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক,উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম, পৌর মেয়র আহমেদ আলী ,ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক,সাবেক সাংসদ মো: মকবুল হোসেন সহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে সূর্যোদয়ের সাথে সাথে শহরের কলেজমোড়ে অবস্থিত শহীদবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ডঃ মনছুর আলম খাঁন ও পুলিশ সুপার রাফিউল আলম। পরে মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামীলীগ ও পৌরসভার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।