গাংনীতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় নওরীন জাহান প্রথম

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টােয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় নওরীন জাহান উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। মঙ্গলবার গাংনী সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নওরীন জাহান পীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাদী মাষ্টারে ছোট মেয়ে ও সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
প্রতিযোগিতায় গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশারের নেতৃত্বে একটি শিক্ষক প্যানেল বিচারকের দায়িত্ব পালন করেন। ৬ষ্ঠ-৮ম শ্রেণি গ্রুপে (ভাষা ও সাহিত্য বিষয়ে গাংনী উপজেলার সেরা শিক্ষার্থী হিসাবে বিবেচিত হয়ে এবং মেহেরপুর জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছে। নওরীন জাহান জেলা থেকে জাতীয় পর্যায়ে পৌছাতে পারে এজন্য সকল শ্রেনী পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তার পরিবার। উপজেলা পর্যায়ে সেরা হওয়ায় নওরীন জাহান কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে শিক্ষক ও সহপাঠিরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!