গাংনী সীমান্তে অস্ত্র উদ্ধার

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টােয়িন্টেফার ডটকম :

মেহেরপুরের গাংনী সীমান্তে পরিত্যাক্ত অবস্থায় একটি ভারতীয় শুটারগান উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার বিকাল ৫টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,সোমবার দিবাগত মধ্যে রাতে গাংনী উপজেলার শহড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪২/৪-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নায়েব সুবেদার মোঃ ইসরাইল শেখ এর নেতৃত্বে শহড়াতলা মাঠ নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে ফাঁদ পেতে থাকে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ৪/৫ জন লোককে সীমান্তের শূন্য লাইনের দিকে অগ্রসর হতে দেখলে বিজিবি টহল দল কর্তৃক তাদেরকে ধাওয়া করলে তারা দৌড়ে ঝোপঝাড়ের আড়ালের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনাস্থল তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় শুটারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য একলাখ টাকা। উদ্ধারকৃত অস্ত্র গাংনী থানায় হস্তান্তর পূর্বক মামলা দায়ের করার কার্যক্রম চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!