গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ
মেহেরপুরের গাংনীতে জামায়াতের আমীর জয়নাল আবেদীন (৫৫) কে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
নাশকতা ও বিস্ফোরক আইনে পুলিশের দায়ের করা মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ জয়নাল আবেদীন উপজেলার শালদহ নওদাপাড়া এলাকার মোঃ শরিয়তুল্লাহর ছেলে। সে উপজেলার রাইপুর ইউনিয়ন জামায়াতের আমীর।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বলেন,উপজেলার রাইপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ জয়নাল আবেদীন তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনীর এলাঙ্গী ক্যাম্পের ইনচার্জ (এসআই) সুফল কুমারের নেতৃত্বে পুলিশের একটি টিম বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতার জামায়াত নেতাকে আজ রাতে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।